সাময়িকী একটি উন্মুক্ত প্রকাশনা মাধ্যম, এখানে যে কেউ তার লেখা প্রকাশের জন্য জমা দিতে পারে। তবে, লেখককে সাময়িকী নির্ধারিত লেখা প্রকাশের মানদন্ড এবং লেখা জমাদানের শর্ত সমূহ অবশ্যই পূরণ করতে হবে, অন্যথায় জমাদান করা লেখা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে এবং মুছে ফেলা হতে পারে।
লেখা জমাদানের পূর্বশর্ত সমূহ
সাময়িকীতে জমাপ্রাপ্ত প্রতিটি লেখা প্রকাশের মানদন্ডের বিচারে প্রকাশযোগ্য প্রতিয়মান হলে তবেই তা প্রকাশিত হয়, তাই লেখা জমাদানের পূর্বশর্ত সমূহ পূরণ করা আবশ্যক। লেখা জমাদানের পূর্বে নিম্নোক্ত অংশ মনোযোগ গিয়ে পড়ুন।
লেখার ফর্ম্যাট (আবশ্যক)
- লেখা টেক্সট ফর্মাটে জমা দিতে হবে।
- লেখার শিরোনাম এবং বিষয়বস্তু বাংলা ভাষায় এবং বাংলা বর্ণমালায় লিখতে হবে।
- লেখার দৈর্ঘ্য সর্বনিম্ন ৩০০ শব্দের বা ৩০০ শব্দের অধিক হতে হবে।
লেখায় সংযুক্তি (ঐচ্ছিক)
- লেখায় সংযুক্তি হিসেবে লেখা সংশ্লিষ্ট ফিচার ইমেজ যোগ করা যাবে (প্রয়োজন, তবে লেখক কতৃর্ক আবশ্যক নয়)
- লেখার মাঝে লেখার কোন বিষয় বা শব্দের প্রসঙ্গ হিসেবে সাময়িকীর বা বহিরাগত সংশ্লিষ্ট সাইটের লিংক যোগ করা যাবে (প্রয়োজন, তবে লেখক কতৃর্ক আবশ্যক নয়)
এক নজরে প্রকাশযোগ্য লেখার মানদন্ড
- রচনা অবশ্যই মৌলিক রচনা হতে হবে
- বাংলা ভাষায় এবং বাংলা বর্ণমালায় লিখে জমা দিতে হবে
- ৩০০ শব্দের অধিক শব্দের লেখা হতে হবে
- প্রফাইলে লেখকের নাম বাংলা বর্ণমালায় লেখা থাকতে হবে
প্রকাশের অযোগ্যতা
যে সকল কারণে লেখা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে
- অতি সংক্ষিপ্ত আকারের লেখা বা ৩০০ শব্দের কম শব্দের লেখা, প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
- তৃতীয় কোন সাইটে প্রকাশিত মূল লেখা, কপি পেস্ট করে জমা দিলে তা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
- স্ক্যান করে ইমেজ আকারে লেখা অথবা ইমেজ ফর্মাটে জমা দেয়া লেখা, প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
- সংবাদ, প্রতিবেদন, মতামত বা নিবন্ধ লেখায় মিথ্যা তথ্য প্রয়োগ, বা ভুল তথ্য-উপাত্তের সমন্বয়ে লেখা, প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
- ল্যাটিন বর্ণে, ইংরেজি বা বাংলিশে লেখা রচনা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
- হুবহু কোন লেখা কপি পেস্ট করে জমা দিলে তা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
আপনার জমা দেয়া লেখাটি সাময়িকীর মানদন্ডে প্রকাশযোগ্য প্রতীয়মান হলে তা প্রকাশিত হবে। এবং প্রকাশের সঙ্গে সঙ্গে সাময়িকীতে প্রদত্ত আপনার ইমেইল ঠিকানায় বার্তাযোগে লিংকসহ জানানো হবে।
প্রকাশের জন্য সাময়িকীতে লেখা জমা দিন
বহিসংযোগ
- সাময়িকী হেল্পডেস্ক