ছায়াযুদ্ধ, অমৃতধারা, অক্ষরশরীর এবং অন্যান্য গুচ্ছ কবিতা
ছায়াযুদ্ধ নিভে আসা উনুনে কতটা জল, আরকতটাই বা ভাতসে বিতর্কে না গিয়ে বরংবুঝে নেওয়া যাক-হাভাতের সংসারের উপপাদ্য। বিষণ্ন রাতের নিস্তব্ধ মায়া ক্রমশ দীর্ঘতর হলেপ্রহরগুলো জানে শুধু ভুখাপেটের অধ্যাবসায়আর প্রান্তরের শুকনো ঘাসের প্রতিবিম্ব। ছায়াযুদ্ধের কোন তত্ত্বই মানতে চায় নাহোগলার ধূসর চালাঘর,যেটুকু অবশিষ্ট আছে ছাইচাপা স্বরলিপিঘৃণা ও নিজস্ব দ্রোহের নিরূপিত আলোক প্রবাহেভেঙে যাবে সেই অদৃশ্য প্রস্তর। অমৃতধারা […]
বাড়ি ফেরার পথ, লোকাল ট্রেন, বীজ এবং অন্যান্য কবিতা
বাড়ি ফেরার পথ বাড়ি ফেরার পথে শুয়ে থাকেগৃহকাতর রোদ,শেষ বিকেলের রোদ নিস্তরঙ্গ হলেনিঃসঙ্গ নদীর কাছে শোনা যায়নিখিলের স্বর,কোথাও একটা রোদ পড়ে থাকে মায়ের মুখের মতো।করতলে সন্ধ্যাতারার ছায়া,ধূসর বাড়িতেও জ্বলে ওঠে আলোউদ্বিগ্ন দরোজা কিম্বা জানলা খুলেশিশুর চোখকারো কারোবাড়ি ফেরার পথের মতো চেনাপথথাকেই না। লোকাল ট্রেন সন্ধ্যের লোকাল ট্রেন টের পায়পরিত্যক্ত ভূমির দীর্ঘশ্বাস!ঘরমুখী উড়াল পাখির সংক্রামেআঁধার হয়ে […]