পোস্ট দেখা হচ্ছে 1টি (মোট 1টি)
কবি রুমা পারভীনারা’র ছ’টি কবিতা
আমার বাগানে সূর্য কাক ভোরের নিস্তব্ধতায় বিদীর্ণ করেছে শত ক্লান্তি।নদীর চরার বালুকাতে তখনও চিকচিক করছে জ্যোৎস্নার শালুকভরা আর্তি।নেমে আসো পৃথিবী এ ধূ ধূ প্রান্তরে।হাতছানি দিয়ে বলে দাও তোমরাও আছো।তোমরাও বাঁচতে চাও।।চরের চিকমিকি বালিতে মাছের মতো খাবি খেয়েও বাঁচার জন্য হাপুস হুপুস।হৃদয়েতে তখনও বাঁচার উজ্জ্বল শ্বাসপ্রশ্বাস।সারারাত ধরে পাখা খসা শব্দ আসছে মরিবার তরে ওড়া পিপিলিকার।তবু্ও পিপিলিকা […]
পোস্ট দেখা হচ্ছে 1টি (মোট 1টি)