১৯৯৩ সালে জন্ম কলকাতায়। বর্তমান নিবাস উত্তর ২৪ পরগণা, কলকাতা। তিনি একজন লেখক, সাংবাদিক ও বাচিক শিল্পী। ছোটবেলায় লেখায় হাতেখড়ি এবং তার প্রথম প্রকাশিত কবিতা “হাওয়ায় উড়িয়ে দাও” উদিচী পত্রিকায় প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখছেন। তিনি ভোরের সূর্যদয় পত্রিকা থেকে সেরা লেখনী সম্মাননা, মুক্ত বিহঙ্গ সাহিত্য পত্রিকা থেকে সেরা লেখনী সম্মাননা, কলম সাহিত্য পত্রিকা থেকে সেরা লেখনী সম্মাননা, প্রাণের আলাপণ থেকে সম্মাননা, “প্লাসেন্টা প্রত্রিকা” থেকে “প্লাসেন্টা সম্মাননা”,বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি” থেকে “বঙ্গীয় সাহিত্য স্মারক সম্মান সহ বিভিন্ন পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন।