পোস্ট দেখা হচ্ছে 1টি (মোট 1টি)
রত্না দাশগুপ্ত’র কবিতা
এখানে অপরাহ্ন সামনে বইছে নদীটা দুর্বারনিরন্তর উত্তাল উজানে…আছড়ে পড়া দুরন্ত ঢেউপাড় ভাঙছে কারণে-অকারণে। চার ধার রক্তিম ঘেষা হলুদ মেশাঠিকরে পড়া আলো, উদ্ভাসিত!চিকচিক করছে জল , টল টল।বয়ে চলেছে আদি অনাদি প্রবাহ ,ছুটছে সময়, মহাকালের মোহনায়। কবে সেই! মিশেছি এ জলেচলেছি! হেসেছি! খেলেছি!দুলেছি অজস্র দোলেভেসেছি কি হিল্লোলে,কত কি ভুলেছি তার…এখনো সবটা যায়নি ভুলে। এখনো এখানে সন্ধ্যা […]
পোস্ট দেখা হচ্ছে 1টি (মোট 1টি)