কবি নাসির ওয়াদেন এর জন্ম ১৯৫৯ সালে বীরভূম জেলার মুরারই থানার রঘুনাথপুর গ্রামে। পিতা মৃত মহঃ আফসার আলী,মাতা মৃত লতিফুন বিবি।স্নাতক উত্তীর্ণ কবি শিক্ষকতার সাথে যুক্ত। অবসর সময়ে লেখালেখি করেন। তাঁর প্রকাশিত কবিতা গ্রন্থ: অন্ধকার কুরুক্ষেত্র খোঁজে, কোকিল ডাকলেই বসন্ত আসে, বিবর্ণ বৃষ্টি ভেজা দাগ, বুক ছুঁয়েছি নগ্ন রাতে, প্রিয় ফুল ও অভিমানী ইচ্ছেরা, সভ্যতার নামে চাকা, ভোরের কুয়াশা: ডানা গীতিকা। অথবা অন্য পৃথিবী গল্পের বই। নির্বাচিত প্রবন্ধ গ্রন্থখানি কবিতা বিষয়ক প্রবন্ধের বই। দেশবিদেশের শতাধিক পত্র পত্রিকা ও ই-ম্যাগাজিনে নন্দন,মাসিক কৃত্তিবাস, গণশক্তি, কবিতা আশ্রম, দৌড়,অনন্য প্রয়াস, আর্য, গৌতমী, চিন্তক,দিনদর্পণ, পুবের কলম, নতুন গতি, অন্যমুখ সহ অসংখ্য পত্রিকায় কবিতা, গল্প লিখেছেন। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য কাঞ্চীদেশ পুরস্কার, জিরো বাউন্ডারি পুরস্কার, হৃদয়ের কথা স্মৃতি পুরস্কার উল্লেখযোগ্য।