ইচ্ছা আছে অনেক কিছু হওয়া, কিন্তু মানুষের সব ইচ্ছাইতো পুরন হয় না, তবে এখন ইচ্ছাটা হলো ভালো একজন উদ্দ্যেগতা হওয়া, জানি না কতোটুকু সফল হবো। বর্তমানে আমি পড়াশুনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বর্তমানে আমি কোটর্ড লিমিটেড, নাজেরিক ডিজিটাল, কোটর্ড আইটি, কোটর্ড সফটওয়্যার এবং আফতাব ডিজিটাল মিডিয়া এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছি।