লিটন রাকিব মূলত কবি। সহজ সরল ভাষা ও গভীর জীবনবোধ থেকে উৎসারিত তাঁর সৃষ্টি। ভালোবাসেন অরন্যের মত নির্জনতা। প্রথম কবিতা গ্রন্থ ‘ঋতুর দান’, ছড়া গ্রন্থ ‘ছড়া দিলেম ছড়িয়ে’ এবং সম্পাদিত গ্রন্থ ‘গ্রামনগর ‘ এছাড়াও দীর্ঘদিন সম্পাদনা করে আসছেন ‘তরঙ্গ ‘ পত্রিকা। প্রতিষ্ঠা করেছেন ভিন্নধর্মী সংগঠন ‘আলোপথ’। তিনি নিয়মিত একাধিক দৈনিক সংবাদ পত্র সহ অনান্য পত্রিকায় লিখে চলেছেন। দেশে বিদেশে একাধিক সম্মানে সম্মানিত তরুন এই কবি ও গবেষক। এছাড়াও তিনি সাময়িকী’র সাবেক সাহিত্য সম্পাদক।