জন্ম ১৯৫৫ সালের ১৭ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার বাবপুর গ্রামে মামাবাড়ি তে। স্বাধীনতা সংগ্রামী বাবার সাংসারিক উদাসীনতায় ছোটবেলা খুব দারিদ্র্যের মধ্যে কাটে। সেই অনিশ্চিত জীবনের ই মাত্র নয় বছর বয়সে মাঠভরা পাকা ধানের সৌন্দর্য দেখে প্রথম কবিতার স্ফুরণ। দারিদ্র্যের মধ্যে ই স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা। জীবিকার জন্যে অনেক রকম কাজ করতে হয়েছে। শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অবসর গ্রহণ।এযাবৎ প্রকাশিত গ্রন্থ সংখ্যা নয়টি। আরো কটি প্রকাশের অপেক্ষায়। একসময় আকীর্ণ নামে পত্রিকা সম্পাদনা করতেন।