পশ্চিমবঙ্গে বাস করেন। ঊষাতিটি, মেখলা ও হসন্তিকা নামে লেখকের মোট তিনটি বই প্রকাশিত হয়েছে। নিয়মিত লিখছেন দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায়। ২০১৫ সালে ‘কলকাতা পার্ক সার্কাস লেখক-শিল্পী মহল’ থেকে ‘ঊষাতিটি’ নামক ছোটগল্প বইয়ের জন্য সাহিত্যে স্বর্ণপদক লাভ করেছেন।
এছাড়াও ২০১৯ সালে কলকাতা ‘বুলবুল’ পত্রিকা আয়োজিত সাহিত্যে ‘শহীদউদ্দিন খান’ পুরস্কার লাভ করেছেন।