ভালো বাসা
ভালো বাসা হঠাৎই চোখে পড়ল, বাড়ির সামনের জবাগাছের ডালে বসে আছে একটি ছোট্ট টুনটুনি। সন্ধ্যার পর বাইরের লাইট জ্বালা থাকে বলে পাতার ফাঁকে বসে থাকা পাখিটি সহজেই চোখে পড়েছে। তারপর থেকে প্রতি রাতে বাড়িতে ঢোকার সময় তাকে দেখি। সেই একই গাছের একই ডালে সে আপন মনে বসে আছে। আহা বেচারা অনাথ টুনটুনি! বাসা বাঁধার মতো […]
সারপ্রাইস
সারপ্রাস ছুটির দিন। সকাল সকাল কম্পিউটারে বসে গেছি। ‘শীতলগিরির পদ্য’-র পাণ্ডুলিপি প্রায় শেষের পথে। দশম শতাব্দীর চৈনিক কবি হানশান প্রণীত পদ্যাবলি ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করছি। যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ, বলা যায় সামর্থ্য ডিঙিয়ে কাজটিতে হাত দিয়েছি। প্রকাশককে দেওয়ার আগে প্রিন্ট আউট নিয়ে স্যারকে একবার দেখিয়ে নিতে হবে। স্যার আমার এই কাজটি চাক্ষুষ করার জন্য উৎসুক […]