পোস্ট দেখা হচ্ছে 1টি (মোট 1টি)
আবহমান কোমল গান্ধার
একদিন সন্ধ্যাবেলা বাউলের গান এলো ভেসে। একজন দাঁড়িয়ে ছিল – নিঃশ্বাসের গনগনে আঁচ লাগছিল গায় সে ছিল কাছে অথবা দূরে কিজানি হয়তো তাকে চিনি কিংবা চিনি না কখনও দেখিনি কিংবা দেখে চলেছি অবিরত দেখার ভিতরে আছে অজস্র ফারাক। যতটুকু দেখি তার কতটুকুবা দেখা হয়। দেখার চেয়ে বোধ হয় না দেখাটাই বেশি থাকে, বুকের ভেতর নির্বাক দ্বিধায়। […]
পোস্ট দেখা হচ্ছে 1টি (মোট 1টি)