মুর্শিদ এ এম গল্পকার ও ঔপন্যাসিক। যৌবনের প্রারম্ভে নাটক লিখে মঞ্চস্থ ও অভিনয় করেছেন। বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা ছাড়াও পরিচালনা করেছেন চারটি শর্ট ফিল্ম। প্রান্তিক, ব্রাত্য জীবনই তাঁর লেখা আর ছবির বিষয়। সাম্প্রদায়িক ক্ষত মোছা ও তার কারণ অনুসন্ধানের আকাঙ্ক্ষায় লেখায় পড়ায় মজে থাকেন। লিটল ম্যাগাজিন প্রিয় মাধ্যম হলেও লিখেছেন একাধিক প্রথম শ্রেণির পত্র-পত্রিকায়। প্রথম গল্পগ্রন্থ-‘জাড়কাঁটা’ (১৯৯৩), প্রথম উপন্যাস-‘ছন্নভূমি’ (২০০১)। সম্পাদনা করেছেন ‘উত্তরাধুনিক ছোটোগল্প সংকলন’ ছাড়া আরও কয়েকটি প্রবন্ধগ্রন্থ। প্রয়াত কবি, সম্পাদক সমীর রায়চৌধুরী প্রবর্তিত ‘হাওয়া ৪৯’ পত্রিকা সম্পাদনার বর্তমান দায়িত্বে আছেন। গ্রন্থনির্মাণ ও প্রকাশনা তাঁর নেশা। পেয়েছেন বেশকিছু বেসরকারি মান্য সাহিত্য পুরস্কার।