শৌনক ঠাকুরের জন্ম হুগলির শ্রীরামপুরে। বর্তমান নিবাস দক্ষিণখন্ড মুর্শিদাবাদ। বাংলা ও সংস্কৃত বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর।
শৌনক ঠাকুর পেশায় সহকারী শিক্ষক ( নিশিন্দ্রা হাই স্কুল, ফারাক্কা)। <a কাব্যগ্রন্থ ১. প্রান্তবন্ত ২. কবিতাতলে ৩. মন মাঝির বৈঠা ৪. পাতায় পাতায় গল্প (অনুগল্প সংকলন) ৫. সংস্কৃত সাহিত্যের সহজপাঠ ৬. অনুশীলনের সহজ পাঠ' href="https://www.samoyiki.com/category/sahityo/kobita/" title="কবিতা">কবিতা <a href="https://www.samoyiki.com/category/sahityo/golpo/" title="গল্প">গল্প, রম্য রচনা, <a href="https://www.samoyiki.com/category/sahityo/probondho/" title="প্রবন্ধ">প্রবন্ধ, ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। সাপ্তাহিক বর্তমান পত্রিকা, যুগশঙ্খ, কবিতা-পাক্ষিক, দৈনিক স্টেটসম্যান, কবিতা ক্লাব, টার্মিনাস সহ বিভিন্ন পত্রিকায় ও ওয়েবজিনে তার লেখালেখি করেন। আকাশবাণীতে (কলকাতা) তার বহু গল্প পঠিত হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ “প্রানবন্ত" । তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “কবিতাতলে।” তার সম্পাদিত "সংস্কৃত সাহিত্যের সহজপাঠ" ছাত্র-ছাত্রীমহলে খুব জনপ্রিয় গ্রন্থ। এই বইটি মাত্র কয়েক মাসের মধ্যে আবার দ্বিতীয় এডিশন শেষ করে তৃতীয় এডিশনের পথে। তার সম্পাদিত আর একটি গ্রন্থ 'অনুশীলনের সহজপাঠ'। এটি SLST SANSKRIT MCQ Pattern practice set গ্রন্থ।