জন্মসনদ পত্র
অভিলাষ মাহমুদ
বাংলাদেশের প্রাণকেন্দ্র চট্টগ্রাম জেলা-
এই জেলারই ছেলে আমি করবেন না কেউ হেলা।
বলুন তবে, আমায় নিয়ে কার কী চায় জানা
আছে কর্ণফুলী নদী ঘেঁষা বাকলিয়া থানা।
বলিরহাটের সুনাম আছে আসবাব পত্রের জন্য-
আমরা তো নই তুচ্ছ এমন নই অতি নগন্য।
কেউ যদিও ঝগড়া করে দিন পেরিয়ে রাত।
পরস্পরের বিপদে ফের দেয় বাড়িয়ে হাত।
কে হিন্দু কে মুসলিম আমার সেই ভাবনা নাই-
ঈদ কিংবা পূজা এলে এক সুরে গান গাই।
নিত্য আমার মন ময়ূরী নাচে ধিনাক ধিন তা।
অজ পাড়া গাঁয়ে থেকেও করি বিশ্ব চিন্তা।
অতি ছোট্ট মানুষ আমি নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা-
মা ও মাটির কাছ থেকে যে নেই অহর্নিশ দীক্ষা।
খুন করি না মানুষ আমি কারো আব্রু নেই না কেড়ে-
অন্যায়কারী কাউকে তবে দেই না আমি ছেড়ে।
গরিব দুঃখির পক্ষে আমি লিখি কয়েক ছত্র-
সবাই জানুক এই কবিতা আমার জন্ম সনদ পত্র।