অভ্যুথ্যানের পর থেকে ভারত ইলেক্ট্রনিক্স লি: মিয়ানমারের সামরিক বাহিনীকে উপকূল নজরদারি করার যন্ত্রপাতির কয়েকটি চালান তাদেরকে পাঠিয়েছে বলে বলছে জাস্টিস ফর মিয়ানমার।
সামরিক যন্ত্রপাতি তৈরির কোম্পানিটির অধিকাংশ শেয়ার ভারতীয় সরকারের। তারা মিয়ানমারে সামরিক অভ্যুত্থ্যানের পর কমপক্ষে ৭টি চালানে সামরিক যন্ত্রপাতি মিয়ানমারের সামরিক বাহিনীকে পাঠিয়েছে বলে দাবি করছে অধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম)।
জেএফএম দাবি করছে অভ্যুত্থ্যানের পর থেকে এ পর্যন্ত ৮৬০ জনের বেশী সাধারণ মানুষকে সামরিক সরকার হত্যা করেছে।
মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে বিইএল-এর ব্যবসা অনুমোদনের মাধ্যমে ভারত সরকার সামরিক জান্তাকে বৈধতা দিচ্ছে বলে দাবি করেন জেএফএম-এর মুখপাত্র ইয়াদানার মং।
রপ্তানি তথ্য অনুযায়ী জেএফএম অভিযোগ করে যে, এই যন্ত্রপাতিগুলোর মধ্যে ছিল – ইলেক্ট্রো-অপটিক সিস্টেমস, গ্রাফিক্স প্রসেসরস, ওয়ার্কস্টেশন হার্ডওয়্যার, সার্ভার স্টোরেজ, এবং ব্যাটারি।
জেএফএম বলে, এই শিপমেন্টগুলো হয়েছে ফেব্রুয়ারি ২৭ এবং মার্চ ২৯ এর মধ্যে হয়েছে জয়পুর এবং ব্যাঙ্গালোর থেকে।