নাটোর পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কার্যালয় লকডাউন ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। রোববার দুপুরে পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এই লকডাউনের ঘোষণা দেন। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে। পৌরমাতা উমা চৌধুরী জলি জানান, পৌরসভায় কর্মরত ৪৪ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আরো অনেকে অসুস্থ থাকায় তাদেরও নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও জানান, লকডাউন চলাকালীন পৌরসভার বিশেষ জরুরি কাজের জন্য ২/১টি শাখায় সীমিতভাবে কাজ চললেও জনসাধারণের ভিতরে প্রবেশ নিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানান তিনি।
অনির্দিষ্টকালের লকডাউন নাটোর পৌরসভা কার্যালয়
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন