ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৯ জুন) প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ ওই দুটি শূন্য পদে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদের যৌথ সইয়ে পরিচালনার সিদ্ধান্ত হয়।
সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ জুন) মাদানি সোসাইটি বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপাতিত্বে বাদ আছর মাদ্রাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বারিধারার মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া সহ আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত প্রসঙ্গে মজলিসে শুরার রেজুলেশনে উল্লেখ করা হয়— ‘জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী এবং মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে সাম্প্রতিককালে বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজতে ইসলাম ইস্যুতে বিতর্কিত হয়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’
উল্লেখ্য, জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী গত বছরের ১৩ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্তরে অস্থিরতা বিরাজ করছে।