কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা ও গ্রেপ্তারি পরোয়োনা প্রত্যাহারের দাবিতে বরিশালের উজিরপুরে বাংলাদেশ কৃষক-মজুর সংহতির স্মারকলিপি পেশ
৬ জুন ২০২১ রবিবার দুপুরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ^সের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি উপজেলা কমিটি।
স্মারকলিপিতে বলা হয় মাথাপিছু গড়ে ৩০০০০ হাজার টাকা ঋণের দায়ে দেশব্যাপী এক লক্ষ ৬৮ হাজার ১৭৫ জন কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে।
ইতিমধ্যে ১১ হাজার সাতশ ২২ জন কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যে সমস্ত কৃষক টাকা পরিশোধ করতে পারেনি তারা মাথায় হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এমনকি এসব মামলায় অভিযুক্তদের মধ্যে প্রান্তিক বর্গাচাষী ও যারা অন্যের জমিতে চাষ করেন, যাদের নিজস্ব কোনো জমি নেই তারাও রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা যেমন ঋণের অর্থ পরিশোধ করতে পারছেন না, তেমনি চড়া সুদের কারনে তা সুদে-আসলে বেড়ে দ্বিগুণ বা তার বেশি হয়েছে।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে কৃষক দেশের ১৭ কোটি মানুষের অন্ন যোগান দিচ্ছে তাদের কোমরে দড়ি বাঁধার জন্য তৎপরতার কোন কমতি নেই। অথচ যাদের শত শত, হাজার হাজার কোটি টাকা পাচার ও খেলাপি ঋণে সমগ্র ব্যাংক ব্যবস্থা ধ্বংস প্রায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বদলে দেয়া হচ্ছে বিবিধ ছাড় ও সুবিধা।
তাই গরিব কৃষকের নামে বছরের পর বছর মামলা চলবে এটা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। তারা অনতিবিলম্বে কৃষকদের নিকট যে অর্থ ব্যাংকগুলোর পাওনা তা পুনঃতফসিলি করণ বা মার্জনা করে সহজ শর্তে ঋণ বিতরন করে অসহায় কৃষকদের বাঁচার সুযোগ সৃষ্টির জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, বরিশাল জেলা কমিটির অন্যতম সদস্য আরিফুর রহমান মিরাজ, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, বাংলাদেশ কৃষক মজুর সংহতির উজিরপুর উপজেলা কমিটির আহবায়ক ইউসুফ রাঢ়ী, যুগ্ম আহবায়ক সবুজ হাওলাদার ও মোঃ জাকির হোসেন,সদস্য সচিব শহিদুল ইসলাম,সদস্য মনোরঞ্জন হালদার,দুলাল মল্লিকসহ স্থানীয় কৃষকবৃন্দ।