সপ্ত রং দিয়েও আঁকা যায় নি ওদের সীমানা
উড়ে যাওয়া প্রাণচঞ্চল পাখি
শূন্য থেকে মহাশূন্যে…
শব্দ থেকে শব্দহীনে…
এমন সময় মেঘের খিড়কি খুলে তাকায় মৃতেরা
যাদের একসময় মেরে ফেলা হয়েছিল কোন সেলুলারে
হয়তো ইন্টারোগেশনে
কিংবা সুইসাইড বলে চালানো হয়েছিল,
অত্যাচারিত বালির চোখে ঋণগ্রস্ত কৃষকের অসহায়তা,
শাশ্বত বৃষ্টি
ভেসে যায় আকাশের
শত শত নীল
আর তাদের প্রত্যেকের চোখে রয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরি।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!