ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর ছাত্র-জনতা গণভবন দখল করে নেয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও তাদের দখলে আসে।
গণভবনে ঢুকে তারা উল্লাস করে এবং শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দেয়। এ সময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা গণভবনে প্রবেশ করে।
শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতে দেখা যায়।
অনেকের হাতে গণভবনের পুকুরের মাছও দেখা গেছে।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে।