বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।
আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে।
ফলে বেলা তিনটায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশে ভাষণ কিছুটা পেছাতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সময় দুপুর দুইটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের। তার পরিবর্তে এখন দুপুর তিনটায় ভাষণের সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, সেনাপ্রধান দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সে সময় পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আবার চালু করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ধীরগতিতে চললেও সকাল সাড়ে ১০টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ব্রডব্যান্ড সেবা। এর আগে রবিবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।
শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে।