বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদকে কোটা আন্দোলনের সময় গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ১৬ জুলাইয়ের এই ঘটনার পর এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজনকে তাদের দায়িত্ব পালনে অবহেলা, অপেশাদার আচরণ এবং উচ্চপদস্থদের দেওয়া আইনগত আদেশ লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলে আজ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান।
এর আগে, ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিলে সেই প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের বরখাস্ত করা হয়, পুলিশ কমিশনার জানান।
তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।