বৈশাখ মাসে আসে ফিরে ফিরে ফিরে
পঁচিশ তারিখ, প্রতি বছরই, বঙ্গোপসাগরের তীরে।
রবি কবির জন্মদিনকে ঘিরে ঘিরে ঘিরে
কতই না সুন্দর অনুষ্ঠান করি, রেখে তাঁকে শিরে।
তাঁর সৃষ্টির অনন্ত প্রকাশকে ছোঁয়া যায় কি রে!
সে জন্মদিন অমর , এ জগতের মৃত্যুর ভীড়ে।
রবি জাগে গগনের অশেষ নীড়ে –
রশ্মি-কিরণ বিকশিত হয়, আঁধারের বুক চিরে।
কল্লোল দোলে, পবনের বলে, সাগরের নীরে –
পঁচিশে বৈশাখ আলোকিত হয় ধীরে ধীরে ধীরে।
এই দিনই বিশ্বকবি পৃথিবীতে আসেন, মাতৃ-নাড়ি ছিঁড়ে।
উনি তো চিরকালের গুণী, কবি-রত্ন – নর-হীরে।
নমস্কার জানায় সারা ধরিত্রী সেই অপরাজেয় বীরে।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!