পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী ডা. সাবিরা পারকাশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী ডা. সাবিরা পারকাশ

পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন।

দ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।

- বিজ্ঞাপন -

সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!