আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাকে গুলি করে হত্যার অভিযোগ রুশ বাহিনীর বিরুদ্ধে
রুশ বাহিনীর বিরুদ্ধে দুজন আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ এনেছে কিয়েভ। গুলি করার পর নিহত সেনাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন কিয়েভ কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের জেনারেল কৌঁসুলি অফিস জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পোশাক পরা দুই নিরস্ত্র সেনাকে রুশ বাহিনীর সদস্যরা গুলি করছে। পোকরোভস্ক জেলায় ঘটনাটি ঘটেছে।
রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সত্যতা, তারিখ ও ঘটনার স্থান যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি। এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়ার ২১ মাসের যুদ্ধে যুদ্ধাপরাধ অস্বীকার করে আসছে রাশিয়া। এ দিকে রাশিয়ার অনবরত যুদ্ধ আইন লঙ্ঘন করার অভিযোগ করে যাচ্ছে কিয়েভ।
ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল দিমিত্রো লুবিনেট শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, আত্মসমর্পণকারীকে হত্যা যুদ্ধাপরাধের শামিল।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে হত্যাকাণ্ডটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি অসম্মান।
ইউক্রেনের তাভরিয়া সামরিক কমান্ডের মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন ইউক্রেনস্কা প্রাভদা নিউজকে বলেছেন, প্রতিদিনই যুদ্ধের নিয়ম লঙ্ঘন করছে রাশিয়া।