আমি এমন কোন খবর চাইছি
এমন কোন খবর
যেখানে নেই কোনও রক্তপাত
নেই গোলাপের কাঁটা
যেখানে কিলবিল করেনা বিশ্বাসঘাতকদের পেরেকের জুতো
নেই কোন দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ের মেরুদন্ড
আমি এমন কোন খবর চাইছি
যে খবর শুধু তোমার আমার
যেখানে থাকবে বিরহের নোটেশন
শীতে ঝরে পড়া পাতার শব্দগুলো হয়ে উঠবে মোনালিসার হাসি
আপেলের রসের মতো অভিমান
গলে জল হবে
সেই অভিমান পান করব
তোমার দেওয়া সুরার পাত্রে
আমি এমন কোন খবর চাই
যে খবরে আছে দাবদাহ
যাকে দেখতে হবে বেদানার বীজের মত
টকটকে লাল
দশমীর সুরেও বাজবে আগমনীর ভায়োলিন
বিজয়া হবে না বিষাদের
বিচ্ছেদ মিলন হাঁটবে হাত ধরাধরি করে
আছে কি এরকম কোন খবর
যদি থাকে একবারে জানাবে?
পিসিআর বলছে স্ট্যান্ডবাই
লাইভে যাবো
এবার খবর টা বলি?
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!