কবি – মাহফুজা রুমী
ফুলের গন্ধে আর সৌন্দর্যে একটু যেন সান্ত্বনা পাই
চিরপ্রবাস জীবনে,
যখনই মন উতাল বেতাল আমি বিহনে
গুচ্ছ গুচ্ছ পছন্দের ফুল ছড়িয়ে দিও আমার কবরে,
থোকা থোকা পরিপক্ব পুস্পের স্তবক থেকে
ছড়াবে বহু বীজ।
অন্ধকার গোরস্থান নয়
নয় শেয়ালের হুক্কা হুয়া,
দরদী, আমার মৃত্যুর পরে কবর দিও,
নদীর কুল ঘেঁষা কোন বাগানের মাটিতে,
যেখানে শিউলি বকুল কিংবা কৃষ্ণচূড়া
অথবা পলাশ শিমুল ফুটে থরে থরে।
সেগুলো থেকে প্রণয়ী ঋতুর
দাক্ষিণ্যে মাটির বুক ফুঁড়ে বের হবে অগুনতি অঙ্কুর,
অঙ্কুর হবে চারা আর চারা থেকে পরিপুর্ণ গাছ
ফুলে ফুলে হবে পূর্ণ যৌবনা,
তারা সুবাস ছড়িয়ে দেবে হাওয়ায় হাওয়ায়
রেনু, রেনু বীজ ছড়াবে কিংবা মাখিয়ে দিবে,
মৌটুসী, প্রজাপতি বুলবুল মুনিয়ার পায়,ডানায় ডানায়।
ওরা বিচরণ করবে দেশদেশান্তরে মাঠে প্রান্তরে
নগরে বন্দরে সমুদ্রে পাহাড়ে,
আমার কবরের ফুলে হবে ফুলের বাগান
কবরে শুয়ে শুনবো পাখিদের কলরব কোকিলের, সানাই, নদীর ছলাৎ ছলাৎ ঢেউয়ের সংলাপ
মোচার খোলের মতো ডিঙি নৌকায় দাঁড় টানার শব্দ,
সবুজ পাতার ফাঁকে দেখবো চাঁদ আর মেঘের লুকোচুরি।
দরদী, আমায় কবর দিও নদীর কুল ঘেঁষা কোন বাগানের মাটিতে।