হিজবুল্লাহকে সহায়তা করার পরিকল্পনা করছে ওয়াগনার: ওয়ালস্ট্রিট জার্নাল
গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা দিয়ে সহায়তা করতে যাচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। তবে ওয়ালস্ট্রিট জার্নালের এ তথ্য উড়িয়ে দিয়েছে রাশিয়া।
দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ শুক্রবার (৩ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, এ তথ্যের কোনো ভিত্তি নেই। এমনকি ওয়াগনারেরই কোনো অস্তিত্ব নেই।
তিনি বলেছেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি, ওয়াগনার বলতে কোনো গোষ্ঠী নেই। এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই।’
দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে জরুরি প্রয়োজনে যোগাযোগের মাধ্যম আছে। আর এসব মাধ্যমে তারা তারা শঙ্কার কথা রাশিয়ার সেনাবাহিনীর কাছে জানাতে পারে।
ওয়ালস্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করেছে, ওয়াগনার হিজবুল্লাহকে পান্তসির-এস১ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে। যুদ্ধবিমান ধ্বংস করতে এটি দিয়ে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
পরিচয় গোপন রাখার শর্তে সংবাদমাধ্যমটিকে কয়েকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর কাছে ওয়াগনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে দিয়েছে তারা এমন কোনো তথ্য পাননি।
তবে এটি পাঠানোর আলোচনা চলছে। আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি সিরিয়া দিয়ে লেবাননে পাঠানো হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা অক্ষুন্ন রাখতে ২০১৫ সালে দেশটিতে প্রবেশ করে রাশিয়া ও ওয়াগনারের সেনারা।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, রয়টার্স