ইসরায়েলের হামলায় ৪ ইসরায়েলি ও ৩ বিদেশি জিম্মি নিহত
জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান বাহিনীর চালানো ভয়াবহ বোমা হামলায় সাত জিম্মি নিহত হয়েছেন। এরমধ্যে চারজন ইসরায়েলি। বাকি তিনজনের কাছে বিদেশি পাসপোর্ট ছিল।
গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) জাবালিয়ার জনবহুল শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত সাতজন জিম্মি রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
জাবালিয়া শরণার্থী ক্যাম্পে চালানো বিমান হামলায় ৫০ জন নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালিয়ে ২৩৯ জনকে ধরে নিয়ে যায় হামাস। এরমধ্যে মানবিক বিবেচনায় চার নারী বন্দিকে ছেড়ে দিয়েছে তারা।
জাবালিয়া শরণার্থী ক্যাম্পে মঙ্গলবার চালানো ভয়াবহ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘সেই এলাকায় হামাসের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। আমরা এটি অনুসন্ধান করছি এবং সেখানে কী ঘটেছে তা জানার সাথে সাথে আমরা আরও তথ্য নিয়ে হাজির হবো।’
জাবালিয়ায় হামলার পর ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজে শরণার্থী শিবিরের বাসিন্দাদের হামলার জেরে সৃষ্ট বড় বড় গর্তের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের নিচে বেঁচে থাকা লোকদের খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতেও দেখা যায়।
জাবালিয়া শরণার্থী শিবিরের ৪১ বছর বয়সী বাসিন্দা রাগেব আকল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তুপ দেখেছি… ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাড়িঘর ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গও দেখেছি এবং এই হামলায় বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হয়েছেন।’
সূত্র: আল জাজিরা