গাজার প্রাচীনতম গির্জায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮
ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় প্রায় দুই সপ্তাহ ধরে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, স্কুলের মতো বেসামরিক স্থাপনাও। সর্বশেষ বৃহস্পতিবার ইসরায়েল হামলা চালিয়েছে গাজার প্রাচীনতম গির্জা চার্চ অফ সেন্ট পরফিরিয়াসে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর খ্রিষ্টান ও মুসলিম ফিলিস্তিনিরা গ্রিক অর্থোডক্স গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন, যেখানে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ যায় কমপক্ষে আট ফিলিস্তিনির।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় গতকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে হয় কমপক্ষে তিন হাজার ৭৮৫। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে হয় এক হাজার ৪০০ জনের বেশি। এমন পরিস্থিতিতে গাজায় স্থল অভিযানের লক্ষ্যে সীমান্তে বিপুল সেনা জড়ো করে রেখেছে ইসরায়েল।
অবরুদ্ধ উপত্যকায় হামলার শিকার গির্জাটির রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ক্রুসেডাররা ১১৫০ থেকে ১১৬০ দশকের মধ্যে গির্জাটি নির্মাণ করে, যার নামকরণ করা হয় গাজার পঞ্চম শতকের এক বিশপের নামে।
গির্জাটি বৃহস্পতিবার হামলার শিকার হওয়ার কয়েক দিন আগে যাজক ফাদার ইলিয়াস ধারণা করছিলেন, ধর্মীয় স্থাপনাটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইসরায়েল।
তিনি বলেছিলেন, গির্জায় যেকোনো হামলা শুধু ধর্মের ওপরই নয়, এটি হবে মানবতার ওপর হামলা।
এর আগে গত ১৭ অক্টোবর গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল, যেখানে হাজারো বেসামরিক নাগরিক চিকিৎসাসেবা নেয়ার পাশাপাশি বিরামহীন বোমা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় কমপক্ষে ৫০০ জনের প্রাণ যায়।