ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত প্রায় ২ লাখ ফিলিস্তিনি
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চতুর্থ দিনে অবরুদ্ধ গাজায় এক লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
জাতিসংঘের ত্রাণ সংস্থা এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে এক লাখ ৯০ হাজারে পৌঁছেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, বাড়ি-ঘর ছেড়ে ৮৩টি স্কুলে আশ্রয় নিয়েছেন এসব ফিলিস্তিনিরা। তাদের মাঝে খাদ্য বিতরণ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তবে গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধের ফলে খাদ্য, ত্রাণ ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ বাড়ি ধসে পড়েছে। ১ হাজার ২১০টি ভবনের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।
ইসরায়েলি বাহিনী ও হামাসের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।