কুয়াকাটায় লকডাউন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে পর্যটন ব্যবসায়ীরা।
শনিবার বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় পর্যটন নির্ভর বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের কয়েক শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
ব্যবসায়ীদের দাবী শিল্প প্রতিষ্ঠান,পরিবহনসহ সবকিছু চালু রয়েছে। অথচ বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্র।
তারা স্বাস্থ্যবিধি মেনে পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবী জানিয়েছেন সরকারের কাছে।
মানববন্ধনে বক্তারা বলেন, পরপর দু’টি ঈদে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় পর্যটন নির্ভর বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মূখে পড়েছে পর্যটন শিল্প।
দীর্ঘ সময় এ খাতে সরকারি কোন প্রনোদনা দেয়া হয়নি। কোন প্রকার আয় না থাকলেও কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে মালিক পক্ষকে।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র আয়োজনে ট্যুরিস্ট গাইড, হোটেল-মোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট, ট্যুরিস্ট বোট এসোসিয়েশন, স্পীড বোট, ছাতা বেঞ্চ ব্যবসায়ী, বীচ ক্যামেরাম্যান, ফিস ফ্রাই, শুঁকটি ব্যবসায়ী, স্ট্রীটফুড ভেন্ডরসহ ১৬টি সংগঠনের ৫ শতাধিক ব্যবসায়ীরা এ মানববন্ধনে অংশ নেন।
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীদের দাবির বিষয়টি আমরা জেনেছি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো