চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড়

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন

শুধু আকাশে নয়, রামধনু যে মাটিতেও দেখা যায় তার প্রমাণ উত্তর-পশ্চিম চিনের গানসু প্রদেশের লিনজে জেলায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা। এখানে রয়েছে রেনবো মাউন্টেন, যাকে সোজা বাংলায় বলা যায়— রামধনু পাহাড়।

এখানে এলেই পর্যটকদের চোখ ধাঁধিয়ে যায় গোটা পাহাড়টার গায়ে লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, আকাশি আর বেগুনি রঙের বাহার দেখে। মনে হয়, কোনও শিল্পী বুঝি সাতটি রঙের তুলির আঁচড়ে রাঙিয়ে দিয়েছেন গোটা অঞ্চল। সাতটি রং থাকলেও পাহাড়টির প্রাথমিক গায়ের রং কিন্তু লালই।

Screenshot 20210529 073119 2 চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড়
চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড় 38

ভূ-বিজ্ঞানীদের মতে, এই রঙিন পাহাড় তৈরি হতে সময় লেগেছে ২৪ মিলিয়ন বছর। মানে প্রায় ২ কোটি ৪ লক্ষ বছর। তাঁদের ধারণা, টেকটনিক প্লেট সরে যাওয়ার ফলেই মাটির অতল থেকে বেরিয়ে এসেছিল শিলাস্তর। সেই শিলাস্তরগুলো জমাট বেঁধেই তৈরি হয়েছে এই পাহাড়ের খাড়াইগুলো।

সেই শিলাস্তরের সঙ্গে মিশে ছিল প্রচুর পরিমাণে রঙিন সিলিকা, লোহা, তামা আর বিভিন্ন রঙের খনিজ পদার্থ। সেই রংগুলোর জন্যই এই রঙিন দুনিয়া তৈরি হয়েছে।

- বিজ্ঞাপন -

এই পাহাড়টি মূলত বেলেপাথরে তৈরি। হিমালয় গড়ে ওঠার অনেক আগে থেকেই এই পাহাড়ের সূচনা হয়েছিল।

Screenshot 20210529 073230 2 চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড়
চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড় 39

এই বাহারি রঙের সৌন্দর্যের জন্যই এই পাহাড়ের সারিটি আজ একটি জনপ্রিয় পর্যটককেন্দ্র হয়ে উঠেছে।
বিশ্বের বিস্ময় এই রামধনু পাহাড়ের পোশাকি নাম— ঝাংগিয়ে ড্যানজিয়া ল্যান্ডফর্ম। এটি একটি জিওগ্রাফিক্যাল পার্কের অংশ। আগে এই পার্কটির নাম ছিল— ঝাংগিয়ে ড্যানজিয়া ল্যান্ডফর্ম জিওগ্রাফিক্যাল পার্ক। এখন এর নাম হয়েছে— গানসু ঝাংগিয়ে ন্যাশনাল পার্ক।

Screenshot 20210529 073203 2 চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড়
চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড় 40

লক্ষ লক্ষ বছর ধরে ঝড়,বৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ, সূর্যের তাপ, জলবায়ু পরিবর্তন ও নানা রাসায়নিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে গড়ে উঠেছে আজকের এই সাতরঙা পর্বত শ্রেণি। শুধু রঙের বৈচিত্রই নয়, পর্যটকদের আকৃষ্ট করে এখানকার বিভিন্ন আকৃতির পাথরও। তবে এখান থেকে এক টুকরো রঙিন পাথর নিয়ে যাওয়াও আইনত দণ্ডনীয়। এখানকার আরেকটি দর্শনীয় জিনিস হল বিশালা বিশাল প্রাকৃতিক পিলার।

Screenshot 20210529 073219 2 চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড়
চিনের গানসু প্রদেশে রামধনু পাহাড় 41

তবে এই এলাকায় কিন্তু ঘাস ছাড়া অন্য আর কোনও গাছপালা বা প্রাণীর দেখা মেলে না। এর একটা কারণ সম্ভবত এখানকার অত্যন্ত রুক্ষ ও শুষ্ক আবহাওয়া। শুধু এই পাহাড়টির আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্যেই এই রামধনু পাহাড়টিকে ২০১০ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!