নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরে দেশের উন্নয়নকাজ অব্যাহত রাখতে সরকার যে বাজেট প্রণয়ন করেছে, তা বিগত ৫০ বছরের মধ্যে সর্ববৃহৎ বাজেট। বাজেট প্রণয়নের পরে বিএনপি সমর্থকগোষ্ঠী বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে প্রপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বর্তমান সরকার দাতা দেশ কিংবা দাতাগোষ্ঠীর দিকে তাকিয়ে বাজেট প্রণয়ন করেনি। সরকার বদ্ধপরিকর ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নে এই বাজেট বাস্তবায়ন করা হবে এবং সে লক্ষ্যে সরকারের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছেন।
শনিবার(২৯ মে) বেলা ১১টায় দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ফিলিস্তিনকে সহযোগিতা করেছি, করোনায় ভারতকে সহায়তা দিয়েছি। যারা করোনার ভ্যাকসিন নিয়ে বিরোধিতা করেছিল তারা ধর্ম নিয়ে রাজনীতি করে ব্যর্থ হয়েছে। তারা আবারও ভ্যাকসিন নিয়ে বিরোধিতা শুরু করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চাশ বছরে দেশে একটিমাত্র সরকারি মসজিদ ছিল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সাড়ে ৫০০ মডেল মসজিদ নির্মাণ করেছেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল-আল-মামুন, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় ও দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জার মো. সাদেকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, বিরল উপজেলার ২৩৫ জন উপকারভোগীর মাঝে এক কোটি ৮৭ লাখ ও উপজেলার বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে এক কোটি ২২ লাখ টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী।