আগামী ১৫ জুন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হবে অনলাইনে পরীক্ষা কার্যক্রম।
এ কার্যক্রমের আওতায় থাকবে মিডটার্ম পরীক্ষা, এসাইনমেন্ট ও ভাইভা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে জানান, শিক্ষার্থীদের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ নম্বরের ইন্টারনাল এসেসমেন্ট গ্রহণের কাজ শুরু হবে ১৫ জুন থেকে।
এছাড়া ৩০ জুনের মধ্যে কারিগরি কমিটি চূড়ান্ত পরীক্ষা গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ তৈরি করবে। সে অনুযায়ী কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবারএকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল বিভাগ নিজেদের প্রস্তুতি অনুযায়ী আগামী ১৫ জুন থেকে ইন্টারনাল এসেসমেন্ট (মিডটার্ম, এসাইনমেন্ট ইত্যাদি) পরীক্ষা গ্রহণ করা শুরু হবে বলে তিনি জানান।
এছাড়াও অনুষ্ঠিত সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে একটি কারিগরি কমিটি গঠণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিনকে আহবায়ক করে নয় সদস্যের গঠিত কমিটি বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে কিভাবে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা যায়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের মার্চ মাস থেকে ববি বন্ধ রয়েছে। এরমধ্যে অনলাইনে ক্লাস ও শিক্ষার্থীদের উপস্থিতিতে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ শুরু হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব কার্যক্রম বন্ধ হয়ে যায়।