সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হলেন প্রিগোজিন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হলেন প্রিগোজিন

‘সংক্ষিপ্ত আকারে’ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে।

তার প্রেস সার্ভিসের পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়, যারা ‘তাকে বিদায় জানাতে চান তারা নগরীর পোরোখভসকোই কবরস্থানে আসতে পারেন’।

গত ২৩ অগাস্ট রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রথম প্রিগোজিন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়। বলা হয়, ওইদিন মস্কোর কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে। যেটির যাত্রীদের তালিকায় প্রিগোজিন এবং তার ডান হাত ও প্রধান সহচর দিমিত্রি উৎকিনের নাম রয়েছে।

বিমানে সাতজন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন; যাদের সবাই মারা গেছেন। কিন্তু প্রাথমিকভাবে ঘটনাস্থলে আটটি লাশ পাওয়া যাওয়ায় প্রিগ্রোজিন ও তার সহচরের সেখানে থাকা নিয়ে ধোঁয়াশার তৈরি হয়।

- বিজ্ঞাপন -

শেষ পর্যন্ত রাশিয়া সেখান থেকে ১০টি মৃতদেহ উদ্ধারের কথা জানায়।

ওই মৃতদেহগুলোর জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে ৬২ বছরের প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করে রাশিয়া।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ওয়াগনারের পক্ষ থেকে রাশিয়ার সেনাবাহিনী বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করা হয়।

কয়েকজন পশ্চিমা রাজনীতিবিদ এবং রাশিয়ার ভেতর ও বাইরের রাজনীতি বিশ্লেষকরাও একই কথা বলেছেন। তারা বলেছেন, গত জুনে রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে প্রিগোজিনের ওয়াগনার গ্রুপ যে বিদ্রোহ করেছিল তার ‘প্রতিশোধ নিতেই পুতিনের নির্দেশে’ তাকে হত্যা করা হয়েছে।

  • সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হলেন প্রিগোজিন
  • সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হলেন প্রিগোজিন
  • সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হলেন প্রিগোজিন

বিবিসি জানায়, মঙ্গলবার ওয়াগনার প্রেস সার্ভিস থেকে টেলিগ্রামে ছোট্ট একটি বিবৃতি প্রকাশ করে প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ার খবর জানায়।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কবরস্থানের কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার এমএসকে১ ওয়েবসাইটে বলা হয়, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে (জিএমটি ১৩:০০) অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

“প্রিগোজিনের স্বজনদের ইচ্ছাতেই এটা হয়েছে।”

- বিজ্ঞাপন -

প্রিগোজিনকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে বলেও ওই ওয়েবসাইটে বলা হয়েছে। সে সময় সেখানে কালো-হলুদ-লাল রঙের পতাকা দেখা গেছে।

বিধ্বস্ত হওয়া বিমানে প্রিগোজিনের শীর্ষ সহযোগী ভ্যালেরি চেকালভও ছিলেন। যিনি মূলত প্রিগোজিনের নন-মিলিটারি ব্যবসা দেখভাল করতেন। যেখান থেকে তার ভাড়াটে সেনাদলের জন্য অর্থের যোগান আসতো বলে বিশ্বাস করা হয়।

মঙ্গলবার ৪৭ বছর বয়সী চেকালভের অন্ত্যেষ্টিক্রিয়াও অনুষ্ঠিত হয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!