শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর কাপড়ের হাট সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ও বাঘাবাড়ী মিল্কভিটার প্রধান কারখানা পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসে তিনি কাছারিবাড়ি ও মিল্কভিটা কারখানা পরিদর্শন করেন।
এছাড়া, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর এদিন বিকেলে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী এলাকায় গরুর বাথান পরিদর্শন করেন এবং সবশেষে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
শাহজাদপুরের ঐতিহ্যবাহী এসব এলাকা পরিদর্শনকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীরের সাথে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহাসহ অনেকেই উপস্থিত ছিলেন।