দৈনিক নিউজ বাংলা ও পরে সংবাদ নজর পত্রিকার সম্পাদক অনুপ ধর আমাদের ছেড়ে চলে গেলেন।আজ সন্ধ্যা সাতটায়। টেগোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিগত দশ দিন ধরেই অসুস্থ ছিলেন। করোনা থাবা আর সামাল দিতে পারলেন না। তাঁর চির সংগ্রামী বিদ্রোহী আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারকে সমবেদনা জানান তরঙ্গ পত্রিকার গোষ্ঠীর পক্ষে কবি ও সাংবাদিক ইয়ারনবী ও লিটন রাকিব।
চলে গেলেন প্রিয় সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অনুপ ধর মহাশয়। আমার লেখালিখির হাতে খড়িই তাঁর কাগজ। প্রনাম ও শ্রদ্ধা।
প্রথম ট্রান্সজেন্ডার কলেজ প্রিন্সিপাল ড. মানবী বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদকের কাছ থেকে খবর পেয়ে জানালেন ‘উফ খুব যন্ত্র খবর দিলে ভাই।যেদিন হসপিটালে ভর্তি হলেন আমাকে নিজে হাতে লিখে জানালেন। আমাকে খুব ভালোবাসতেন খবরটা আমি নিতে পারছি না’
অনুপ ধর,
চির বিশ্রামে থাকুন।
চির শান্তিতে থাকুন।