বাগেরহাটের রামপালে মুন্নি নামের এক কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। এই ঘটনায় কিশোরীর মা অনামিকা হালদার বাদী হয়ে গত রবিবার রামপাল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি দায়ের করেছেন, যার নং ৮৪৭।
নিখোঁজ ওই কিশোরীকে উদ্ধার করতে রামপাল থানার কর্মরত পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।
লিখিত ডায়েরী সুত্রে জানা যায়, উপজেলার হুড়কা ইউনিয়নের কাটামারি গ্রামের রণজিৎ হালদারের কণ্যা গত ২২ মে সন্ধ্যা ৭ টার সময় বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসে নাই। পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনদের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও অদ্যবধি তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ মুন্নীর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
মুন্নীর চিহ্ন বিবরণ – উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাঝারি ধরনের স্বাস্থ্য, মাথার চুল কালো এবং লম্বা। তার ডান হাতের কনুয়ের নিছে কাটা দাগ আছে। হাত, পা, নাক, মুখ ও চোখের বর্ণ স্বাভাবিক। হারিয়ে যাওয়ার সময় তার পরনে হলুদ ও নেভিব্লু বাটিক প্রিন্ট থ্রি পিচ ছিলো। সে বাগেরহাটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোনো হৃদয়বান ব্যাক্তি মুন্নীর সন্ধান পেলে তার মা অনামিকা হালদারের মুঠোফোনে ০১৯২৫ ৪৩৪২৪৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন বলেন, নিখোঁজ ওই কিশোরীকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।