নির্বাচনি প্রচারে গুলিতে নিহত ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো
প্রচার সমাবেশে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। পরে পুলিশের গুলিতে আহত বন্দুকধারী মারা যান। রাজধানী কুইটোতে বুধবার এ ঘটনা ঘটে।
ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো বুধবার ভিলাভিসেনসিওকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার জড়িত কেউ রেহাই পাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী এবং সন্তানের প্রতি আমার সংহতি ও সমবেদনা।
অপরাধীকে অবশ্যই সাজার আওতায় আনা হবে।’ দেশটির প্রধান সংবাদপত্র এল ইউনিভার্সো জানিয়েছে, মাথায় তিনটি গুলি করা হয়েছে ৫৯ বছরের ভিলাভিসেনসিওকে।
স্থানীয় মিডিয়াগুলো বলছে, বন্দুক হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, ভিলাভিসেনসিও হত্যার এক সন্দেহভাজনকে গ্রেফতারের সময় আহত হয়েছিলেন। তিনি মারা গেছেন।
ভিলাভিসেনসিওর প্রচারাভিযান উপদেষ্টা প্যাট্রিসিও জুকিলান্ডা বলেন, ‘ভিলাভিসেনসিও হত্যার হুমকি পেয়েছিলেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।’
দেশে ক্রমবর্ধমান সহিংসতা এবং মাদক পাচারকে দায়ী করে সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জুকুইল্যান্ডা।
আন্দিয়ান প্রদেশের চিম্বোরাজোর বাসিন্দা ভিলাভিসেনসিও ছিলেন একজন সাবেক আইন প্রণেতা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোকুয়েডরের ইউনিয়ন সদস্য ছিলেন তিনি। করতেন সাংবাদিকতাও।
ভিলাভিসেনসিও সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ঘোর সমালোচক ছিলেন। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া বিবৃতির জন্য ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এ সময় ইকুয়েডরের আদিবাসী অঞ্চলে পালিয়ে যান। পরে আশ্রয় পান পেরুতে।
আগামী ২০ আগস্ট দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এতে ভিলাভিসেনসিও-সহ ৮ জনের প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল।
সূত্র: আল জাজিরা