সংবাদদাতা : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অত্যন্ত প্রত্যন্ত গ্রাম ঝাউবোনা থেকে প্রকাশিত জনপ্রিয় কৃষ্টিগত সাময়িকী ‘অনুভূতির কথায়’ তাদের ফেসবুক পেইজে বাংলাদেশের জাতীয় কবি তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন উপলক্ষে ২৪ মে একঘন্টার এক লাইভ অনুষ্ঠান সম্প্রচার করল। সেখানে ঢাকা থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহুল পরিচিত তরুণী লেখিকা শেখ শাম্মী তুলতুল।
‘অনুভূতির কথায়’-এর আহ্বানে তিনি এই সাময়িকীর পেজে ১২২তম নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন করলেন তাঁদের সঙ্গে। সঞ্চালিকা মধুমিতা বসুর সঙ্গে প্রাঞ্জল আলোচনায় নিজের লেখালেখি প্রসঙ্গ হয়ে উঠে এলো কাজী নজরুলেন বিষয়বস্তু। নজরুলের কবিতাংশ পাঠের পাশাপাশি স্বরচিত কবিতাও ছিল কয়েকটা। ২৪টি গ্রন্থের লেখিকা শাম্মী তুলতুলের দাদু কুদ্দুস ছিলেন কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। কুদ্দুস সাহেবের বয়স যখন ১৬, তখন নজরুলের বয়স ছিল ২১ বছর। এই বন্ধুত্বকে ভর করে তুলতুল।লিখে ফেলেছেন আস্ত একখানি গ্রন্থ। নাম তার ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’। সভাবতই তুলতুলের প্রিয় কবি নজরুল, তাঁদের পূর্ব পরিবারের সঙ্গে সম্পৃক্ত।
https://www.facebook.com/anuvutirkathaiPatrika/videos/106232498237972/উল্লেখ, এই পেজে নিয়মিতভাবে প্রতি শুক্রবার লাইভ অনুষ্ঠান হয়। বিশেষ দিনগুলিতেও এইভাবে অনুষ্ঠান করে। গতবছর লকডাউনের সময় প্রথম বেশ কয়েকমাস যাবৎ দৈনিক লাইভ অনুষ্ঠান হয়েছে।
সাময়িকীটির সম্পাদক তথা লাইভ পরিচালক তথা কবি হামিম হোসেন মণ্ডল ওরফে বুলবুল জানান, কবির সঙ্গে সম্পর্কিত পরিবারের উত্তরসুরি ও লেখিকাকে নিয়ে এবারের নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন সত্যিই ভীষণ অনুভূতিপূর্ণ। আমরা আপ্লুত ওনাকে পেয়ে।
তুলতুল জানান, আন্তর্জাতিকভাবে বাংলা ভাষায় এমন জনপ্রিয় একটি সময়িকীতে লেখার সুযোগ পেয়ে এবং তাদের পেইজে নজরুল প্রাসঙ্গিক অনুষ্ঠান করতে পেরে আমি ভীষণ খুশি।