বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বড় ভাই সৈয়দ দুলাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত শনিবার (২২ মে) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় সংক্রমিত হয়ে তিনি কিছুদিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার সকালের দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শদিলে তাকে পরিবারের সদস্যরা এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যান।
জাকির হোসেন জেলাল বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে কয়েকবার কাউন্সিলর নির্বাচিত হন এবং তিনি একজন জনপ্রিয় কাউন্সিলর হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। সর্বশেষ ২০১৮ সালেও তিনি ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিলেও পরে কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়াও তিনি ঠিকাদারী পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি চির বিশ্রামে থাকুন।
চির শান্তিতে থাকুন।