অনেক মহামারী বিশেষজ্ঞ এটা জানেন এবং মোতেইনার বলেন, “এন্টিবডি-নির্ভরশীল বৃদ্ধি” নামে পরিচিত সমস্যাটির ব্যাপারে তাঁরা “নিরব”।
মিউটেশন করে ভাইরাস বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি করে। নোবেল বিজয়ী ফরাসী ভাইরলজিস্ট লুক মোতেইনার দাবি করেন, “ভ্যাকসিন বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি করছে।”
অধ্যাপক মোতেইনার বলেন, করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচী একটি “অগ্রহণযোগ্য ভুল”। গণ ভ্যাকসিন কর্মসূচী একটি “বৈজ্ঞানিক এবং একই সঙ্গে চিকিৎসাগত ভুল,”।
বিখ্যাত ভাইরলজিস্ট বলেন, ভ্যাকসিন এন্টিবডি তৈরি করে, ফলে ভাইরাস বিকল্প রাস্তা খোঁজে অথবা মারা যায়। এখানেই ভ্যারিয়েন্ট তৈরি হয়। এই ভ্যারিয়েন্টগুলো ভ্যাকসিনের ফলে তৈরি হচ্ছে।
অধ্যাপক মোতেইনার ব্যাখ্যা করেন, প্রতিটি দেশেই ভ্যাকসিন দেওয়া বাড়ানোর পরে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।
RAIR Foundation USA ১৮ই মে খবরটি প্রকাশ করে।