কোন চাপের কাছে মাথা নত করবো না: অভ্যুত্থান নেতা চিয়ানি
নাইজারের ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহালের জন্য কোনও চাপের কাছে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির অভ্যুত্থান নেতা জেনারেল আবদুরাহমানে চিয়ানি।
পশ্চিম আফ্রিকার নেতাদের আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ এবং অমানবিক বলে সমালোচনা করেছেন তিনি। জাতিকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই জেনারেল।
২০২১ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বাজুম। ১৯৬০ সালে স্বাধীনতার পর প্রথম গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ছিল তা। জেনারেল আবদোরাহমানে চিয়ানি ২৬ জুলাই প্রেসিডেন্টকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন।
বুধবার জেনারেল আবদুরাহমানে চিয়ানি এসব বলেন। জেনারেল যখন টেলিভিশনে বক্তব্য রাখছিলেন, তখন নাইজার সংকট সমাধানে প্রতিবেশী নাইজেরিয়ায় মিলিত হচ্ছিলেন পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক সংগঠন ইকোওয়াসের প্রতিরক্ষা প্রধানরা।
আঞ্চলিক ব্লকটি নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৬ আগস্টের মধ্যে বাজুমের হাতে দায়িত্ব ফিরিয়ে না দিলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তারা।
ইতোমধ্যে ক্ষমতা দখলকারী সেনাদের সঙ্গে আলোচনার জন্য গ্রুপটি নাইজারে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। এটির নেতৃত্বে আছেন নাইজেরিয়ার সাবেক নেতা আব্দুল সালামি আবুবাকর।
টেলিভিশন ভাষণে স্ব-ঘোষিত নেতা তচিয়ানি বলেন, ‘সামরিক বাহিনী এই নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
কোনও হুমকির কাছে আমরা নতি স্বীকার করবো না। আমরা নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনও হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি।’
তিনি বলেন, ‘আমরা নাইজারের জনগণকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের কঠোর পরিশ্রমী জনতাকে দুর্ভোগ পোহাতে দেব না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের পরাজিত করতে হবে।’
সূত্র: আল জাজিরা