শর্ত পূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া, এরদোয়ানকে বললেন পুতিন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

শর্ত পূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া, এরদোয়ানকে বললেন পুতিন

পশ্চিমারা রাশিয়ার নিজের শস্য রফতানির বিষয়ে শর্ত পূরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালের জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির অধীনে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে নিরাপদে শস্য রফতানির অনুমতি পেয়েছিল।

ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে গেলো রাশিয়া
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় নিরাপদ করিডোর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়েছিল। ছবি রয়টার্স।

গত মাসে রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করা নেয়। মস্কোর অভিযোগ, পশ্চিমারা রাশিয়ার শস্য ও সার রফতানিতে বাধা সৃষ্টি করছে।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, শস্যচুক্তিতে রাশিয়ার শর্ত পূরণে অগ্রগতির ঘাটতি রয়েছে বলে তুলে ধরা হয়েছে। এর ফলে চুক্তির মেয়াদ বাড়ানো অর্থহীন হয়ে পড়েছে।

- বিজ্ঞাপন -

বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিমারা প্রকৃত অর্থে রাশিয়ার শর্ত পূরণ করলে মস্কো চুক্তিতে ফিরবে।

ইউক্রেনে আগ্রাসনের দায়ে মস্কোর ওপর পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলোর অন্তর্ভুক্ত নয় রাশিয়ার শস্য ও সার। কিন্তু মস্কো অভিযোগ করেছে, অর্থ পরিশোধে বিধিনিষেধ, লজিস্টিক ও বিমাজনিত কারণে শস্য ও সার রফতানি বাধাগ্রস্ত হচ্ছে।

শর্ত পূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া, এরদোয়ানকে বললেন পুতিন
শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। প্রতীকি ছবি

মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেছেন, চুক্তিতে ফেরার আলোচনায় রাশিয়া হয়ত আগ্রহী নয়। এই বিষয়ে বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চুক্তিতে রাশিয়ার রফতানি সংশ্লিষ্ট অংশের প্রতি শ্রদ্ধা জানাতে হবে পশ্চিমাদের।

এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, তুর্কি নেতা গুরুত্বারোপ করেছেন কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিকে ক্ষতিগ্রস্ত করে এমন পদক্ষেপ এড়িয়ে যাওয়ার প্রতি। তিনি এই চুক্তিকে শান্তির সেতু হিসেবে উল্লেখ করেছেন।

শর্ত পূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া, এরদোয়ানকে বললেন পুতিন
বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেইন। ছবি সংগৃহীত

তুরস্ক সফরে পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়। এক সিনিয়র তুর্কি কর্মকর্তা বলেছেন, আগস্টের শেষ দিকে পুতিনের সফর নিয়ে আঙ্কারা ও মস্কোর মধ্যে আলোচনা চলছে।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!