চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, মৃত্যু অন্তত ২০
চীনে টানা বর্ষণে পূর্বের রেকর্ড ভেঙেছে। রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে গত শনি থেকে বুধবার সকাল পর্যন্ত অতিবৃষ্টিতে তলিয়ে গেছে অনেক জায়গা। এ সময় ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ।
৪০ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে তা গত জুলাইয়ের গড় বৃষ্টিপাতের কাছাকাছি বলা হচ্ছে। গত সপ্তাহে শক্তিশালী টাইফুন ডাকসুরির আঘাতের পর থেকেই কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে চীনের অনেক জায়গায়। গত সপ্তাহে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে টাইফুন। এতে প্রবল বর্ষণে নদ-নদীর পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের পথ-ঘাট।
বেইজিংয়ের আশেপাশে বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ২৭ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, রাজধানী ও হেবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
১৯৯৮ সালে ভয়াবহ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছিল চীন। সেই বার বন্যায় ৪ লাখ লোকের মৃত্যু হয়। আশ্রয়হীন হয়ে পড়েন কমপক্ষে দেড়কোটি মানুষ। ২০২১ সালের বন্যায় ৩০০ জনের বেশি মৃত্যু হয়।