সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লায় সুন্নতে খাতনা অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা কয়েছে।
গতকাল শুক্রবার রাত থেকে শনিবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত হালিমের মোড় ও জনুর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে’।
আহতরা হলেন-চক কোবদাসপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে নয়ন শেখ (২০), ফকির আলীর ছেলে ইসমাইল হোসেন (১৮), মৃত জাহানের ছেলে সোহাগ হাসান (২৭), জহুরুলের মেয়ে হোমাইরাসহ (২) ১৫ জন।
স্থানীয়রা জানান, পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লায় গতকাল রাতে শফিকের বাড়িতে সুন্নতে খাতনা অনুষ্ঠানে গান বাজনা চলছিল। অনুষ্ঠান চলাকালে হালিমের মোড়ের নাফিস, আকাশ, বাধন, মাহফুজ, বাবু, বাটাল ও মিলনসহ আরো কয়েকজন এসে অনুষ্ঠানে নাচতে থাকেন। এসময় তাদের সঙ্গে অনুষ্ঠানের আয়োজকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আজ সকালে পুলিশ ও এলাকার মুরব্বিদের কথা অমান্য করে হালিমের মোড়ের লোকজন দেশি অস্ত্র নিয়ে মুনিরের বাড়ি ও দোকান, আওয়ালের বাড়ি, মামুনের বাড়ি, রহিমের বাড়ি আব্দুল মালেকের বাড়ি, কুদ্দুসের কলার দোকান ভাঙচুর করে।
পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আলী জানান, শুক্রবার রাতে পুলিশের সহযোগীতায় সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু সবার কথা অমান্য করে শনিবার সকালে আবার মারামারির ঘটনা ঘটে। জনপ্রতিনিধি হিসাবে ঘটনাটি মিটমাট করার চেষ্টা করছি।
সিরাজগঞ্জ ১ নম্বর পুলিশ ফাঁরির ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।