কাঠফাঁটা তীব্র গরমে মানুষ হাঁসফাঁস করছিল। একফোঁটা বৃষ্টির জন্য চাতকের ন্যায় অপেক্ষমাণ থাকতে হচ্ছে না এ নগরবাসীকে। ঝমঝম শব্দে বৃষ্টি নামল, স্বস্তি এলো জনজীবনে।
২৪ মে রাত সাড়ে আটাটায় মুষলধারে বৃষ্টি এসে ভিজিয়ে দিল বরিশাল শহরের রাস্তাঘাট, বাড়ির ছাদ ও পথচারীদের। অবশ্য ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এই বৃষ্টির আগাম সংবাদ আগেই দিয়েছিলেন বাংলাদেশের আবহাওয়া অফিস। এর আগে গত পাঁচ দিন ছিল প্রচণ্ড তাপপ্রবাহ। গরমে অস্থির জনজীবনে তাই ইয়াস এর ভয় নেই বরং ইয়াস এখানে আশীর্বাদ যেন।
উল্লেখ্য, রমজান শুরুর আগে থেকে বৃষ্টির জন্য প্রার্থনা ছিল বরিশালবাসীর। ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হলেও বরিশালে কোন বৃষ্টিপাত হয়নি। এতে আম কাঠালসহ অনেক ফসলের ব্যাপক ক্ষতি হয়।