কবি – মাহফুজা রুমী
কনকচাঁপা ফুলের গন্ধে
জোনাক জ্বলা রাতে
আমি একাকিনী তোমার পথ পানে চেয়ে,
নক্ষত্ররাজির মিলন মেলায়
তোমায় খুঁজি,
তোমায় একবেলা দেখতে না পারা
আমার চোখের জ্বালা।
অস্তিত্বহীন আঁচড়ে মনের গভীরে
নৈঃশব্দের কথামালায় তোমায় নিয়ে,
রচেছি হাজার প্রেম গীত তোমার নামে
শন শন হাওয়ায় পাঠিয়েছি
বকুলের গন্ধ মাখা চিঠি।
দিবস রজনী নিঃশব্দ উচ্চারণে জপি তোমার নাম
শুনতে পাই বাতাসের গুঞ্জরণে,
তোমার আমার প্রেমের কীর্তন
প্রথম দিনের আলিঙ্গনে।
আমার আবির রাঙা ঠোঁটে
এঁকে দিয়েছ ভালোবাসার আল্পনা,
সেই সুখ স্মৃতি রোমন্থনে
প্রগাঢ় আনন্দ হয় মনে।
অন্ধকারে তোমার চোখ দু’টো
সুখ তারা হয়ে জ্বলে,
তুমি দুরে থাকলে আনচান করে মন
আত্মার গভীরে মর্মমূলে তোমার বাস।
সারা রাত জেগে থাকি তোমার প্রতীক্ষায়
তোমার অনুপস্থিতি আমাকে পোড়ায়,
তুমি দুরে থাকলে আমার বড্ড কষ্ট হয়
সেই যে প্রথম দেখায় তোমার বুলে মথিত হলাম।
আবদ্ধ করেছ প্রেমের মায়ায়
সমস্ত জীবন জুড়ে এঁকে দিয়েছ সুখের তিলক,
আমি হাসি সুখ বিলাসে ভাসি
সে-তো তোমারই কারণ।